দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২১ এর সপ্তম শুরু হয়েছে আজ। টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ ভারতে হবার কথা থাকলেও, করোনার কারণে ভারত থেকে এবারের আসর সরে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে ওমান। তবে স্বাগতিক থাকছে ভারতই। ১৬ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আজ ১৭ অক্টোবর। আর শেষ হবে ১৪ নভেম্বর। মাসকাটের আল-আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে নেমেটছে স্বাগতিক ওমান এবং পাপুয়া নিউগিনি। দিনের আরেক ম্যাচে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারী বাংলার বাঘেরা। বিশ্বকাপের প্রথমপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদরা। টি টোয়েন্টি বিশ্বকাপ এর উদ্বোধনী ম্যাচে সুপার দল হিসেবে চারটি দল মূল পর্বে উঠবে।
টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম যখন চালু হয় ২০০৫ সালে তখন ক্রিকেট খেলার তেমন জনপ্রিয়তা পায়নি এখন যেমন। প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয় ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার অনুষ্ঠিত হয়।