ওমান বাংলাদেশ আজকের ম্যাচ শুরু হবে রাত ৮ টায়। এই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। হেরে গেলেই ফিরে আসতে হবে মূলপর্বে যাওয়ার আগেই। বাংলাদেশ ওমানের ম্যাচটি নিয়ে তাই বাড়তি গুরুত্ব পাবে আজকের খেলা।
বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো সোমবার সংবাদ সম্মেলনে নাঈমের একাদশে ফেরার কথা নিশ্চিত করেন। কার জায়গায় তিনি ফিরছেন স্পষ্ট না করলেও ইঙ্গিত করেন সৌম্যের দিকেই। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ১৪১ রানের লক্ষ্য তাড়ায় ৬ রানে হারে বাংলাদেশ। ওপেন করতে নেমে প্রথম বলে বাউন্ডারি মারলেও সৌম্য ৫ রান করে ক্যাচ দেন বাউন্ডারি লাইনে। তার সঙ্গী লিটন দাসও করেন ৫ রান। এর আগে ওমান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে রান না পেলেও আইসিসির দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে রান করেছিলেন সৌম্য। ব্যাটে-বলে ছিলেন দলের সেরা পারফর্মার। অন্যদিকে ওই তিন ম্যাচে বেশ মন্থর ব্যাট করেন নাঈম। ওমান ‘এ’ দলের বিপক্ষে পাওয়ার প্লেতে নাঈমের রান ছিল ২১ বলে ২১। পরে অবশ্য করেছেন ৬৩। তবে ব্যাটিং স্বর্গে তার লেগেছে ৫৩ বল। স্ট্রাইকরেট ছিল কেবল ১১৮। শ্রীলঙ্কার বিপক্ষে অফিসিয়াল প্রথম প্রস্তুতি ম্যাচে ১৯ বল খেলে মাত্র ১১ রান করতে পারেন নাঈম। স্ট্রাইকরেট ছিল মাত্র ৫৭.৮৯। আয়ারল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে তিনি ফেরেন ৪ বলে ৩ রান করে। ওই দুই ম্যাচে ২৪ বলে ৩৬ আর দলের বিপর্যয়ে ৩০ বলে ৩৭ করেন সৌম্য।