আগামী বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) অষ্টম আসরের জন্য ছয়টি ফ্র্যাঞ্চাইজি দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। মোট সাতটি দল অংশগ্রহণ করবে।ইতোমধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছাড়া বাকি ছয়টি দল খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, ঢাকা প্লাটুন, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স ও সিলেট থান্ডার্স নতুন করে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেনি। গত বছর করোনার বিপিএল হয়নি। ২০১৯-২০ মৌসুমে বিপিএল হয়েছিলো সাত দলে। ফ্র্যাঞ্চাইজির বদলে ছিলো সাত স্পন্সর প্রতিষ্ঠান ।
জানুয়ারিতেই হচ্ছে বিপিএল
ক্রীড়া প্রতিবেদক: জাকির হোসেন শাকিল