ওমান ‘এ’ দলের বিপক্ষে ৬০ রানের বিশাল জয় দিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ। শুক্রবার ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে ওমান ‘এ’ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ একাদশ । আগে ব্যাট করে মাত্র ৪ উইকেট হারিয়ে ২০৭ রানের বিশাল পুঁজি পেয়েছিল টাইগাররা। জবাবে ১৪৭ রানে থেমেছে স্বাগতিকদের ইনিংস। এই ম্যাচেই নুরুল হাসান সোহান তার ব্যাটিং ঝড় দেখিয়েছেন। লিটন দাস ও তার ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে ফিফটি তুলে নিয়েছেন। বোলিং এ শরিফুল ৩ উইকেট নিয়েছেন। এমন পারফরমেন্স ধরে রাখতে পারলে টাইগারদের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা