বাংলাদেশ ওমান ম্যাচটি যতটা উত্তাপ ছড়িয়েছে তা যেন মূলপর্বের অংশই। বাংলাদেশকে যে জিততেই হতো। অঘোষিত এই লড়াইয়ে অবশেষে জয়ের দেখা পেলো টিম বাংলাদেশ। বাংলাদেশ এর দেওয়া ১৫৩ রানের টার্গেটে খেলতে নেমে ওমান যেন আগুনে ব্যাটিং শুরু করলো। ওপেনিং জুটিতে বেশ ভালো শুরু করলেও মুস্তাফিজ এর আঘাতে সেটি আর হয়ে উঠলো না। বাংলাদেশ দল ভালো বোলিং করেই তাদের ব্যাটিং লাইনআপ মুচড়ে দেয়। ২৬ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। সাকিবের জোড়া আঘাতের পর ওমান আর দাঁড়াতে পারে নাই। এই জয় অব্যাহত থাকুক এই কামনা বাংলার প্রতিটি ক্রিকেট প্রেমীর।
জয়ে মূলপর্বে যাওয়া সহজ হলো টাইগারদের
ক্রীড়া প্রতিবেদক: জাকির হোসেন শাকিল