Monday, October 14, 2024
No menu items!
আন্তর্জাতিকচীন-বাংলাদেশ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক

চীন-বাংলাদেশ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক

শামীম মিয়া

বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে শনিবার সকাল ১০ টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন। তবে বৈঠক শেষে কোনোপক্ষই গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি। চীন ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের আলোচনা ছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা, চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে সমঝোতা স্মারক নিয়েও আলোচনা হয়েছ। ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন চীনের ভাইস মিনিস্টার। তিনি পদ্মা সেতু পরিদর্শনেও যাবেন। সফর শেষে ২৮মে ঢাকা ছাড়বেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য