Monday, October 14, 2024
No menu items!
রাজনীতিখালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে বিএনপি: তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে বিএনপি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্য মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি রাজধানী করছে। সেটির উদাহরণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির নেতাকর্মীদের খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কথাবার্তা। তারা খালেদা জিয়াকে রাজনীতি পণ্য বানিয়েছে। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা আর সন্মান রেখে বলতে চাই,’দয়া করে বেগম জিয়ার স্বাস্থ্যকে রাজনীতির পণ্য বানাবেন না। তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ আজ বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে মন্ত্রণালয়ের সংবাদ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা জিয়াকে অসুস্থ করে রাখা হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলামের বক্তব্য শুনলে আমার কাছে মনে হয় উনি এখন বিশেষজ্ঞ ডাক্তার। বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর গলা ফাটিয়ে বলেন, বেগম জিয়ার অবস্থা সংকটাপন্ন, জীবন-মরণ সন্নিকটে। তাহলে ডাক্তারদের কথা সঠিক না মির্জা ফখরুল ইসলামের কথা সঠিক? আসলে বিএনপি বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, আমরা আগে দেখেছি বিএনপি কংগ্রেসম্যানের ভুয়া চিঠি প্রকাশ করেছে। আসলে চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কংগ্রেসম্যানদের দুই-চারজন চিঠি দিতেই পারেন। সে বিষয়ে শুধু বাংলাদেশেই খবর হয়, পৃথিবীর অন্য কোনো দেশে খবর হয় না। আমাদের দেশের সাংবাদিকরা এগুলো ছাপান এবং এ বিষয়ে কথা বলেন। এগুলো গুরুত্বহীন আমাদের কাছে। এছাড়া তার কাছে চট্টগ্রামের এ ঘটনায় সরকার কী পদক্ষেপ নেবে, জানতে চাইলে তিনি বলেন, এরই মধ্যে মামলা হয়েছে। সরকার বদ্ধপরিকর। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি গতকাল চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ করেছে। তারা এই সমাবেশ করে তরুণদের কী শিক্ষা দিতে চাচ্ছে, সেটিই বিএনপি নেতাদের কাছে আমার প্রশ্ন। তারা সমাবেশে যাওয়ার সময় ২০টির বেশি ম্যুরাল ভেঙে দেয়। জামালখান এলাকায় দেওয়ালে অত্যন্ত দৃষ্টিনন্দন, আমাদের ব্রিটিশবিরোধী আন্দোলনসহ স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছেন যারা, তাদের ম্যুরালগুলো ছিল। এ থেকেই বোঝা যায়, তারা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করতে চায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য