উপচে পড়া দর্শকদের উল্লাসে গ্রামের ঐতিহ্যবাহি খেলা ফুটবল। সেই হারানো ঐতিহ্যের নতুন রুপ দেখা গিয়েছিল কুমদী গোল কাপ টুর্নামেন্টের গতকাল ছিল সেমিফাইনালে প্রথম খেলা সেখানে বাড়িয়ল বাজার অটোস্টেন্ডকে ট্রাইবেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় দত্ত কুনিয়া স্পোটিং ক্লাব। আজ সেমিফাইনালে দ্বিতীয় খেলায় দাদা একাদশ ও মহান স্মৃতি সংঘ। প্রথমার্ধে গোল করে এক শূন্য গোলে এগিয়ে যায় দাদা গ্রুপ একাদশ। দ্বিতীয়ার্ধে আরেক গোল করে ২ গোলে এগিয়ে যায় দাদা গ্রুপ একাদশ। ২ গোল লিড নিয়েই ফাইনালে উঠে দাদা গ্রুপ একাদশ। আগামী শুক্রবার ৩০ জুন ঈদের পরের দিন এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে দত্ত কুনিয়া স্পোটিং ক্লাব একাদশ এবং দাদা গ্রুপ একাদশ। কুমদী ফুটবল মাঠে বিকাল ৫ টা খেলা শুরু হবে। আয়োজক কমিটির সভাপতি আমজাদ হোসেন খেলোয়াড় দর্শক সবাইকে ধন্যবাদ জানান এবং ফাইনাল খেলা শৃঙ্খলা বজায় রেখে দর্শকদের খেলা দেখার জন্য আমন্ত্রণ জানান। সার্বিক ব্যবস্থাপক ইসতেয়াক আহমেদ রুবেল কালের দূরবীন কে বলেন যুব সমাজেকে ইন্টারনেট আসক্তি থেকে বের করে নিয়ে আসার জন্য এই আয়োজন। একদিকে যুব সমাজকে রক্ষা করা এবং অন্যদিকে বাংলার ঐতিহ্যের ফিরিয়ে আনা। তিনি আরও বলেন সুস্থ বিনোদন এর অভাবে যুব সমাজ আজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এসব ছোট ছোট প্রচেষ্টা যুব সমাজের চিত্র বদলে দিতে পারে।
কুমদী স্পোটিং ক্লাব কতৃক আয়োজিত গোলকাপ টুর্নামেন্ট
মোহাম্মদ শামীম ধলামূলগাঁও, পূর্বধলা, নেত্রকোনা।