এটা খুবই সহজ। আপনারা আপনাদের ডেস্কটপ বা ল্যাপটে সহজেই এটি করতে পারবেন। তবে আপনার পেজে এভাবে লিখতে পরবেন না, গ্রুপে পারবেন। মোবাইলে ডেস্কটপ বা ল্যাপটে এর মত করে স্টাইল করে লিখতে পারবেন না। মোবাইলের ক্ষেত্রে আলাদা একটি অপশন আছে। পরবর্তী পোস্টে এ নিয়ে আলোচনা করবো।
আপনি যে পোস্টটি লিখবেন তার যদি শিরনাম থাকে এবং সেটি যদি বোল্ড করতে চান তবে সেটিকে সিলেক্ট করতে হবে। তার পর একটি বক্স বা মেনু পাবেন। মেনুতে বোল্ড এর B থাকবে। সেটা সিলেক্ট করলেই বোল্ড হবে। সেখানে ইটালিক এর (I) পাবেন। এতে ক্লিক করলে লিখাটি ইটালিক হবে।
- H1 দিয়ে লিখার সাইজ বড় এবং H2 দিয়ে লিখার সাইজ ছোট করতে পারবেন।
- কোটেশন চিহ্ন দিয়ে পোস্ট এর কোন অংশ কোটেশন এর মধ্যে রাখতে পারবেন।
- পয়েন্ট বা সিরিয়াল আকারে লিখতে চাইলে বক্সে পয়েন্ট বা 1,2 দেয়া আছে।সেটা সিলেক্ট করতে হবে।