৫ ম্যাচ টি -২০ সিরিজ এর প্রথম ম্যাচ শুরু হবে আগামীকাল ১ সেপ্টেম্বর । চলছে দুই দলের অনুশীলন। এবারো করোনা ভাইরাসের কারনে মাঠে বসে খেলা দেখা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ দলে উইকেট কিপার নুরুল হাসান সোহান থাকলেও মুশফিকুর রহিমের হাতেই উঠবে গ্লাবস।
আগামীকাল জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় টিম টাইগার্স। বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করতে পারে তাহলে টি-২০ তে ৫ নাম্বারে উঠে আসবে বাংলাদেশে দল। আসন্ন সিরিজে সেই হিসাবটা মাথায় রেখেই মাঠে নামবে রিয়াদ বাহিনী।
বাংলাদেশের ক্রিকেট ভক্ত এখন তাকিয়ে আছে আগামীকালের প্রথম ম্যাচ দেখার জন্য। আর প্রিয় টিমের জন্য সবার রয়েছে শুভকামনা।