Monday, December 9, 2024
No menu items!
প্রথম পাতাকাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ

রুবাইয়াত তাবাসসুম সীমানা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে ময়নসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ১৫ ডিসেম্বর বুধবার চার বছরের জন্য এই পদে নিয়োগ পান অধ্যাপক সৌমিত্র।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ১৩ নভেম্বর শেষ হয়েছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমানের মেয়াদ কাল। এর এক মাস পর রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত জারিকৃত প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে’কে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে চার বছরের জন্য উপাচার্যের দায়িত্ব প্রদান করা হয়।

প্রজ্ঞাপন জারির পরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দনের ঝড় উঠে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। নবনিযুক্ত মাননীয় উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।

সৌমিত্র শেখরের জন্ম শেরপুর সদরে। তিনি ১৯৯১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন। তিনি প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ডঃ সৌমিত্র শেখর সরকারি বৃত্তিপ্রাপ্ত গবেষক হিসেবে মাত্র ঊনত্রিশ বছর বয়সে পিএইচ. ডি. ডিগ্রি অর্জন করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে, বিদ্যাসাগর – অধ্যাপক ড. ক্ষেত্র গুপ্তের তত্ত্বাবধানে তিনি বি. সি. এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৬ সালে যোগ দেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য