Monday, October 14, 2024
No menu items!
সারাদেশএকদিনে ৮ শিক্ষার্থী বহিষ্কার

একদিনে ৮ শিক্ষার্থী বহিষ্কার

শামীম

জামালপুরে একদিনে ৮ শিক্ষার্থী বহিষ্কার। জামালপুরে এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে সর্বাধিক সংখ্যক পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এদিন তিন উপজেলার আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

রোববার (৭ মে) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক মৌসুমী খানম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে মাদারগঞ্জে ৩ জন, বকশীগঞ্জে ২ জন ও দেওয়ানগঞ্জ উপজেলায় ৩জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতদের মাঝে, ৩ জন জেনারেল শাখায়, মাদরাসা বোর্ডের অধীনে ৪ জন এবং একজন ভোকেশনাল শাখার অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য প্রশাসনের প্রচেষ্টা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য