ইলিশ শুধু জাতীয় মাছ ও সম্পদই নয় বরং বহু মানুষের জীবন-জীবিকা নির্ভর করে ইলিশের ওপর। অর্থনীতিতেও রয়েছে বিরাট অবদান। পরিসংখ্যান মতে, দেশের মোট মাছ উৎপাদনের ১৩ ভাগ আসে ইলিশ মাছ থেকে। জিডিপিতে ইলিশ মাছের অবদান এক শতাংশ। এবছর ০৪ হতে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারিত হয়েছে। এসময়ে সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হয়েছে।
গত শুক্রবার ০২ অক্টোবর, ২০২১ তারিখ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী, সোয়ারিঘাট, মিরপুর এবং আবদুল্লাহপুর মাছের আড়তে আড়তদার ও মাছ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও সচেতনতা সভার আয়োজন করা হয়। এসময় ইলিশ ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় থেকে বিরত থাকতে এবং অন্যদের বিরত রাখতে আহবান করা হয় ও লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা, ঢাকা জনাব মুহাম্মদ মামুনুর রশীদসহ অন্যান্যরা।