Saturday, February 15, 2025
No menu items!
আন্তর্জাতিকআন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত


গত ২৮ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ” সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে- তথ্য নিয়ে গড়বো দেশ সুশাসনের বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে ।

তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর দিবসটি পালিত হয়। মূলত ২০১৫ সালে ইউনেস্কোর নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম তথ্য অধিকার দিবস পালন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা বিস্তৃত হওয়ায় ডিজিটাল বৈষম্যের কারণে কেউ যেন পিছিয়ে না থাকে, এবছর  সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে ইউনেস্কো। দিবস পালন উপলক্ষে বিভিন্ন পর্যায়ে সরকারি ও বেসরকারিভাবে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।


নওগাঁর নিয়ামতপুরেও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর)সকাল ১১ টায় উপজেলার মেইন গেটে ফিতা কেটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের শুভ উদ্বোধন করা হয় ।উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য