আজ ৮ জুন বিশ্ব ব্রেইন টিউমার দিবস। ব্রেইন টিউমারের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়াতে ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। ১৯৯৮ সালে গঠিত জার্মান ব্রেইন টিউমার অ্যাসোসিয়েশন নামের দাতব্য সংস্থার উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে। ব্রেইন টিউমার থেকে প্রাণহানী ঘটতে পারে। রোগটির নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এই টিউমার মস্তিষ্কে হতে পারে। আবার শরীরের অন্য অংশে তৈরি হয়ে মস্তিষ্কে ছড়াতে পারে। তবে আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে চিকিৎসক এর পরামর্শ দেওয়ার কথা বলেন চিকিৎসা বিশেষজ্ঞ মহল।