আগামী ০৪ হতে ২৫ অক্টোবর ২০২১ খ্রি. (১৯ আশ্বিন হতে ৯ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ) পর্যন্ত মোট ২২দিন ইলিশের ডিম ছাড়ার প্রধান মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১” পরিচালিত হবে। নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এ সময় দেশের ২০ টি জেলা যথা- চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার,বরিশাল, পটুয়াখালী, ভােলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, ঢাকা, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, বাগেরহাটের নদ-নদী ও মহোনায় ইলিশসহ সকল মাছ ধরা ও বরফকল বন্ধ থাকবে। অবশিষ্ট ১৮ টি জেলা যথা- নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, জামালপুর, খুলনা, কুষ্টিয়া, নড়াইল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়ীয়া জেলায় ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে । “মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ বাস্তবায়নাধীন জেলাসমূহের ইলিশ আহরণকারী ৫,৫৫,৯৪৪ টি জেলে পরিবারকে নিষিদ্ধ ঘোষিত এ ২২ দিন ভিজিএফ কর্মসূচির আওতায় ২০ কেজি হারে ১১,১১৯ মে.টন চাল বিতরণ করা হবে।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী উল্লিখিত সময়ে সারাদেশব্যাপী ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় ২০২১ সালেও স্থানীয় প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র্যাব, নৌপুলিশ ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করবে। “ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১” সফল করার জন্য অবিলম্বে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা ও উপজেলা টাস্ক ফোর্স কমিটির সভা আহবান, মাইকিং, আড়তবাজার-মাছ ঘাটে সচেতনতামূলক সভা ও ব্যানার লাগানো পোস্টার/ লিফলেট বিতরণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রতি বছরের মতো এ বছরও ইলিশের প্রজনন নির্বিঘ্নে করতে এ পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপ বাস্তবায়নের মৎস্য অধিদপ্তর ইতিমধ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ এর কেন্দ্রীয় মনিটরিং কমিটি গঠন, বিভাগীয় মনিটরিং কমিটি গঠন, কন্ট্রোল রুম খোলা, ঢাকা মহানগরীর মনিটরিং কমিটি গঠন. সচিব মহোদয়ের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সিং জেলা ও উপজেলা সকল কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিকভাবে কর্মস্থলে অবস্থানের নির্দেশ প্রদানসহ জন্য নানা কার্যক্রম হাতে নিয়েছে।