আজ ২৪/০৯/২০২১ রোজ শুক্রবার সন্ধ্যা ৬ টায় বিএফডিসি কালার ল্যাব এ সংবাদ সম্মেলনে পরীমনি প্রীতিলতার রূপে ধরা দেন । প্রথম আলো সংবাদ সম্মেলনটি সরাসরি লাইভ করে।
আজ প্রীতিলতার আত্মহুতি দিবস । প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা শহিদ ব্যক্তিত্ব। তিনি ১৯১১ সালের ৫ই মে মঙ্গলবার চট্টগ্রামের বর্তমান পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম রাণী, ছদ্মনাম ফুলতারা। মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে জীবন আত্মহুতি দিয়েছিলেন তিনি। ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়ে সফলভাবে সে দায়িত্ব পালন করেন প্রীতিলতা। এদিন রাত ১২টা অতিক্রম হয়ে ঘড়ির কাঁটা ২৪ সেপ্টেম্বরে আজকের দিনে প্রবেশ করার অল্প কিছুক্ষণ পরেই আত্মাহুতি দিয়ে অমরত্ব লাভ করেন। বিপ্লবী প্রীতিলতার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।
প্রীতিলতাকে নিয়ে নির্মিতব্য ছবিটি প্রযোজনা করছে ‘ইউ ফর সি’ নামের একটি প্রোডাকশন হাউজ। পরিচালনা করছেন রাশিদ পলাশ। গোলাম রাব্বানী ‘প্রীতিলতা’ সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন। বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন ‘প্রীতিলতা’ সিনেমাটির পান্ডুলিপি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন ।
সংবাদ সম্মেলনে বক্তব্যের শুরুতে পরীমণি বলেন, ‘ আসলে প্রীতিলতাকে নিয়ে কি আমার বলার কথা? আমার তো দেখানোর কথা। প্রীতিলতাকে কতটুকু ধারণ করতে পারলাম, কীভাবে পারলাম সেই জবাব আমি পর্দায় দিতে চাই। প্রীতিলতা যেমন তার মায়ের কাছে আশীর্বাদ চেয়েছে, আমিও সবার কাছে আশীর্বাদ চাই। যাতে প্রীতিলতাকে সঠিকভাবে আমার মধ্যে ধারণ করতে পারি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গুণী অভিনেত্রী শম্পা রেজা। তিনি প্রীতিলতার মাকে লিখা চিঠিটি পাঠ করে শুনান।