আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা ৷ এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন লড়ছেন এই ইউনিটে ৷ প্রতি আসনের জন্য লড়ছেন ২২ জন৷ আজ বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে গ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে৷
১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হচ্ছে৷ মূল পরীক্ষায় (বহুনির্বাচনী ও লিখিত) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকছে৷ মূল পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে৷ উভয় অংশের উত্তর করার জন্য ৪৫ মিনিট করে সময় পাবেন শিক্ষার্থীরা৷
জানা যায়, আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে ঢাবির বিজনেস অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
উল্লেখ্য, এর আগে গত ১, ২ ও ৯ অক্টোবর আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিট, কলা অনুষদভুক্ত খ ইউনিট ও চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা হয়৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) সাত হাজার ১৪৮টি আসনের বিপরীতে এবার মোট আবেদন জমা হয়েছে ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন৷ প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৫ জন৷ আগামীকাল শনিবার ৮টি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা৷