বিশ্বকাপ শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে হারের পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও লজ্জাজনক হারের মুখ পড়ল বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর আয়ারল্যান্ডের বিপক্ষেও হারের তিক্ত স্বাদ পেতে হলো টাইগারদের। তবে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের পরাজয়টা হয়েছে বেশ দৃষ্টিকটু। কোনো ধরণের লড়াই বা জয়ের আশাও গড়তে পারেনি লিটন-মুশফিকরা। আয়ারল্যান্ডের ছুড়ে দেওয়া ১৭৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংস থেমেছে ১৪৪ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান এসেছে নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। এছাড়া সৌম্যর ব্যাট থেকে এসেছে ৩৭ রান। এই হারে বাংলাদেশের জন্য অশনি সংকেত বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে জয় ছিনিয়ে আনবে এই প্রত্যাশা ১৮ কোটি বাংলাদেশী ক্রিকেট ভক্তদের।
ক্রীড়া প্রতিবেদক, জাকির হোসেন শাকিল