গতকাল রোজ শুক্রবার ১১/০২/২০২২ খ্রি. ব্রাহ্মণবাড়িয়া সদরের আনন্দ বাজারে অভিযান পরিচালনাকালে আনুমানিক ৩০ কেজি আফ্রিকান মাগুর আটকপূর্বক কাউতলিস্থ এতিমখানায় বিতরণ করা হয় এবং রংমিশ্রিত মাছ মাটিতে পুঁতে ধ্বংশ করা হয়। আফ্রিকান মাগুরকে রংমিশ্রিত করে দেশীয় মাগুর বলে বিক্রয় করছিল। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সামছু উদ্দিন এবং দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কর্মকর্তা মো: সামছু উদ্দিন বলেন, ‘অসাধু ব্যবসায়িরা মাঝারি আকারের আফ্রিকান মাগুরকে রংমিশ্রিত করে দেশীয় মাগুর বলে বিক্রয় করছেন। এতে ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। ক্রেতাদের মাছ কেনার সময় অধিক সচেতন হওয়ার আহবান জানাচ্ছি।’